সাভার (ঢাকা): ঘরে বসেই অনলাইনে রির্টান দাখিল করাসহ যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন করদাতারা। এমনকি রাজস্ব নিরুপন নিয়ে কোনো আপত্তি থাকলে তার জন্য কোনো দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই।
রোববার(২৬ এপ্রিল’২০১৫) দুপুরে সাভারের একটি কমিউনিটি সেন্টারে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে এসব তথ্য জানান মূসক কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ সম্পর্কে আলোচনা করা হয়।
জনসচেতনতার অংশ হিসেবে সেমিনারে অনলাইনে কর দেওয়ার বিভিন্ন সুবিধা সম্পর্কে করদাতাদের জানানো হয়। ঘরে বসেই কর দেওয়ার বিভিন্ন পদ্ধতিও আলোচনা করা হয়। এছাড়া রিটার্ন দাখিলের জন্য আর মুসক অফিসে যেতে হবেনা। দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে মুসক দাখিল করার সুবিধা সমুহ বিস্তারিত আলোচনা করা হয়।
ধামরাই কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সেমিনারে ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পশ্চিমের কমিশনার মতিউর রহমান, এশিয়ান কনজ্যুমার কেয়ার লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় মুন্সী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সহকারী কমিশনার আকতার হোসেন, আয়েশা তামান্না, রাজস্ব কর্মকর্তা শামছুল হকসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএন/এনএস/