ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ব্যাংকিং-রিচার্জ ১০০০ টাকার বেশী নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
মোবাইল ব্যাংকিং-রিচার্জ ১০০০ টাকার বেশী নয়

ঢাকা: মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস লেনদেন সীমা সাময়িকভাবে হ্রাস করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার(২৮ এপ্রিল’২০১৫) রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং-রিচার্জ হাজার টাকার বেশী করা যাবেনা।

যা এরইমধ্যে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক/সাবসিডিয়ারিসমূহকে জানিয়ে দেওয়া হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) দুপুরে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফএম আসাদুজ্জামান।

তিনি জানান, দেশের সকল মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ব্যক্তি হতে ব্যক্তি(পি টু পি), মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল টপ-আপ এর  লেনদেন সীমা সর্বোচ্চ ১০০০/-(এক হাজার)টাকায় নির্ধারণ করা হয়েছে। এ নির্দেশনা মঙ্গলবার পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।