ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি’র ইউক্যাশ পরিষেবায় ভারতীয় ভিসা ফি

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ইউসিবি’র ইউক্যাশ পরিষেবায় ভারতীয় ভিসা ফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এখন থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমে প্রদান করা যাবে ভারতীয় ভিসা ফি।

সম্প্রতি ইউসিবি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।



ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং  স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আইটি প্রধান শংকর প্রসাদ বালা নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দিপ চক্রবর্তী।

এছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, এ.ই. আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, এমএফএস ডিভিশনের প্রধান মির জহির উদ্দিন আহমেদ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি প্রধান পিনাক চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।