ঢাকা: বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়ানোর জন্য একটি প্রকল্প বাস্তবায়নে একজন প্রকল্প পরিচালকই রাখা হবে। আগে একজন প্রকল্প পরিচালক ৪/৫টি প্রকল্পের দায়িত্ব নেওয়ায় অনেক প্রকল্পই বাস্তবায়িত হতো না।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তার যথাযথ ব্যবহার করতে পারলে বাজেটের আকার বাড়তো। বর্তমানে বৈদেশিক সহায়তা হিসেবে পাইপলাইনে রয়েছে ২৪ বিলিয়ন ডলার। এর ২০ শতাংশ ব্যবহার করতে পারলেও বাজেটের আকার বড় করা যেতো।
আগামী ২/১ দিনের মধ্যে পে-কমিশন অর্থমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসই/পিসি