ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালে দুর্গতদের পাশে বাংলাদেশের প্রাণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নেপালে দুর্গতদের পাশে বাংলাদেশের প্রাণ

ঢাকা: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণের জন্য শুকনো খাবার পাঠাচ্ছে প্রাণ। সোমবার(২৭ এপ্রিল’২০১৫) সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসে রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠার সাথে দেখা করে প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা ৩ হাজার কার্টন বিস্কুট ও ফ্রুট ড্রিংক প্রদান করেন।



এসময় প্রাণ এর পক্ষ থেকে নেপালে হতাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা নেপালের জনগণের এই দুর্দিনে পাশে থাকার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রাণ আরএফএল গ্রুপের সমৃদ্ধি কামনা করেন।

ঢাকায় নিযুক্ত নেপালী রাজদূতাবাসের ডেপুটি চিফ অব মিশন সুশীল কুমার লম্সাল, প্রাণ এর হেড অব এক্সপোর্ট মার্কেটিং আরিফুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রাণ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। নেপালে ২০০৫ সাল থেকে প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা কাজ করছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।