ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিরাজুল ইসলাম যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
সিরাজুল ইসলাম যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা

ঢাকা: মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার(২৭ এপ্রিল’২০১৫) ব্যাংকের ২৬৭তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।



১৯৫৮ সালে রংপুরে জন্ম নেওয়া সিরাজুল ইসলাম স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ করিম উদ্দিন ভরসার জ্যেষ্ঠ পুত্র। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর সিরাজুল ইসলাম ভরসা তার ব্যবসায়িক জীবন শুরু করেন।

তিনি করিম ইমপেক্স লিমিটেড, আমাজান টেক্সটাইল নিট ফ্যাশন লিমিটেড এবং এসভি ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি আর কে মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অপারেটিভ ডিরেক্টর আর কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও তিনি এসভি টোব্যাকো কোং, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ, সিরাজ কেমিক্যাল কোং এবং এসএইচ ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী।

তিনি ২৯ এপ্রিল ২০০৭ থেকে ২৬ এপ্রিল ২০০৮ পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি লিয়াজোঁ কমিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) একজন সদস্য।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।