ঢাকা: নেপালে ভূমিকম্পে নিহতদের স্মরণে কালোব্যাচ ধারণ এবং আক্রান্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সহমর্মিতা জানানো হয়।
নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিহত, ক্ষতিগ্রস্ত এবং খাদ্য সংকটে ভুক্তভোগীদের অধিকাংশই শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ।
নেপালে দুর্গতদের সহায়তায় বাংলাদেশ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তারা।
সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শাফিয়া পারভিন, নুরুন নাহার, আরিফা আক্তার, মো. ফারুক খান সহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৯,২০১৫
এসএ/এসএন/আরআই