ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট সিকিউরিটি- ইউনিয়ন ব্যাংক চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ফার্স্ট সিকিউরিটি- ইউনিয়ন ব্যাংক চুক্তি সই

ঢাকা: ইতালী প্রবাসীদের অর্থ সহজে ও দ্রুততর সময়ে পাঠানোর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর সাথে কর্পোরেট চুক্তি সই করেছে ইউনিয়ন ব্যাংক লি:।

গত ২১ এপ্রিল, ২০১৫ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী ও ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হামিদ মিয়া।



এসময় অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহম্মেদ, আইসিটি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, ইউনিয়ন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো: রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।