ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মহিপালে হবে ৬ লেনের ফ্লাইওভার

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
মহিপালে হবে ৬ লেনের ফ্লাইওভার ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-লক্ষ্মীপুর মহাসড়ক দুটি ফেনীর মহিপালে মিলিত হয়েছে।

ট্রাফিক জ্যাম ও সড়ক দুর্ঘটনা এই স্থানের নিত্যনতুন ঘটনা।



দুর্ঘটনা হ্রাসে মহিপাল নামক স্থানে ৩৭০মিটার দৈর্ঘ্য ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদফতর।

সওজ-এর প্রধান প্রকৌশলী এম  ফিরোজ ইকবাল বাংলানিউজকে এসব তথ্য জানিয়ে বলেন, ফ্লাইওভারের মাধ্যমে দুটি মহাসড়কের ইন্টার-সেকশনে যাত্রীদের অহেতুক বিলম্ব,  ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনা হ্রাস পাবে।

এই এলাকার আর্থ-সামাজিক অবস্থারও উন্নতি হবে। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতে সময়ও কমে আসবে।

ফ্লাইওভার নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদাকাল ধরা হয়েছে এপ্রিল ২০১৫ থেকে জুন ২০১৮ সাল পর্যন্ত।
সড়ক ও জনপথ অধিদফতর জানায়, ফ্লাইওভারটি আওতায় কিছু গুরুত্বপূর্ণ কাজ হাতে নেয়া হয়েছে।

এর মধ্যে অন্যতম প্রকল্প এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, ব্যারাক নির্মাণ, ইঞ্জিনিয়ারিং সুবিধা এবং পরামর্শক নিয়োগ, রোডস অ্যান্ড পেভমেন্ট, ল্যান্ড স্কেপিং, ট্রাফিক সাইন এবং মার্কিংয়ের আধুনিকায়ন করা।
 
সওজ আরও জানায়, ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ৪ হাজার ৬৭২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হবে।

৮ হাজার ৪৩৩ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হবে। এর পাশাপাশি নতুন কালভার্ট নির্মাণ করা হবে।

অন্যদিকে, দেশের ১০ হাজার ৩৬২ কিলোমিটার সড়কের প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৩৭০ মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যা ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমআইএস/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।