ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ ভবনের সামনে সোয়ান গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৪, ২০১৫
বিজিএমইএ ভবনের সামনে সোয়ান গার্মেন্টস শ্রমিকদের অবস্থান ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন সোয়ান গার্মেন্টসের প্রায় পাচশ’ শ্রমিক।

সোমবার (০৪ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।



অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের একজন নুরুন্নবী বাংলানিউজকে জানান, কারখানার মালিক মারা যাওয়ায় গত পাঁচমাস বেতন বন্ধ রয়েছে। যার ফলে আমরা মানবেতর জীবন-যাপন করছি।

তিনি জানান, এ ব্যাপারে বিজিএমইএ’র সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এ অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি আমরা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৪, ২০১৫
ইউএম/এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।