ঢাকা: চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই হাজার পাঁচশ বিশ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ বেশি।
তবে ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় রাজস্ব কমেছে ২.৯ শতাংশ।
সোমবার (০৪ মে) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি।
তিনি বলেন, এ বছর গ্রাহক সংখ্যা বেড়েছে পাঁচ লাখ, মোট গ্রাহক সংখ্যা পাঁচ কোটি বিশ লাখ। ট্যাক্স দেওয়ার পর নিট মুনাফা হয়েছে ২১.৩ মার্জিনসহ পাঁচশ চল্লিশ কোটি টাকা।
শেঠি বলেন, নেটওর্য়াকে ধারণক্ষমতা ও সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে তিনশ’ সত্তর কোটি টাকা।
রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিযোগিতাকে রাজস্ব কমার কারণ হিসেবে উল্লেখ করেন সিইও রাজীব শেঠি।
বাংলানিউজের এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, বেশি ব্যবহারকারীরা মাসিক ৭০ টাকা রিচার্জে মিনিটে ৬৬ পয়সায় কথা বলতে পারবেন।
দেশের বাইরে কথা বলার ক্ষেত্রেও এমন সুযোগের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস/জেডএস