ঢাকা: আন্তর্জাতিক ডেনিম উৎপাদক ও ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে আগামী ১১ মে ঢাকায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’।
ওই দিন সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রদশর্নীর বিষয়ে বাংলাদেশ ডেনিম এক্সপোর আয়োজক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন জানান, বাংলাদেশে ডেনিম শিল্পের প্রসারই প্রদর্শনীর একমাত্র উদ্দেশ্য নয়। ভালো ব্যবসা চর্চায় উৎসাহ দেওয়া এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ প্রদশর্নী ভূমিকা রাখবে।
প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশে ডেনিম শিল্প সম্পর্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ব্যয় করা হবে বলেও জানান তিনি।
আয়োজক বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, চীন, সান মারিনোর ২৫টি ডেনিম ও জিন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া প্রদর্শনীতে অংশ নেবেন ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত গার্মেন্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও ফ্যাশন পেশাজীবীরা।
দু’দিনব্যাপী এ এক্সপোতে বিভিন্ন বিষয়ের ওপর ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘মেড ইন বাংলাদেশ-এ নিউ রিয়েলিটি ভিশন ২০২১’ শীর্ষক প্রথম সেমিনারটি ডেনিম এক্সপো এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স আ্যন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন-বিজিএমইএ যৌথভাবে আয়োজন করবে।
বর্তমানে ইউরোপের বাজারে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারি দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয়। বিশ্বের ৪০০টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ১৮০ মিলিয়ন পিছ ডেনিম জিনস তৈরি করে।
বাংলাদেশের ২৫টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে প্রায় ৮৩৪ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের ১১-১২ নভেম্বর পরবর্তী বাংলাদেশ ডেনিম এক্সপোর আয়োজন করা হবে বলে আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৫
বিজ্ঞপ্তি/জেডএস