ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ-আমানতের সুদহার ব্যবধান ৫ শতাংশের নিচে

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ৫, ২০১৫
ঋণ-আমানতের সুদহার ব্যবধান ৫ শতাংশের নিচে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির কারণে ঋণের সুদহার ধীরে ধীরে কমে আসায় আমানত ও ঋণের সুদহার ব্যবধান বা স্প্রেড ৫ এর নিচে নেমে এসেছে। ২০১৫ সালের মার্চ শেষে স্প্রেড দাঁড়িয়েছে ৪.৮৭ শতাংশীয় পয়েন্ট, যা ফেব্রুয়ারিতে ছিল ৫.০৪।



মঙ্গলবার(৫ মে’২০১৫) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে আমানতের সুদহার কমে আসলেও ঋণের সুদহার সে হারে কমছিল না। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নজরদারি জোরদার করায় এখন ঋণের সুদহারও উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, ফেব্রুয়ারি শেষে ঋণের গড় সুদহার ছিল ১২.২৩ শতাংশ, যা মার্চ শেষে দাঁড়িয়েছে ১১.৯৩ শতাংশ। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং স্প্রেড ৪ এর কাছাকাছি নামিয়ে আনার জন্যে বাংলাদেশ ব্যাংক নজরদারি অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।