ঢাকা: জীবিকায়ন উন্নয়ন ও গ্রামের হতদারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংকের সঙ্গে ২০ কোটি ডলারের(১৬০০ কোটি টাকা) ঋণচুক্তি সই করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
‘নতুন জীবন লাইভহুড ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় আরও গুরুত্বপূর্ণ কাযর্ক্রম বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্য় মোকাবেলার সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘প্রভার্টি ম্যাপস’ ব্যবহারের মাধ্যমে দেশের অতিদরিদ্র ২২টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৫০ লাখ হতদরিদ্র মানুষ উপকৃত হবেন। ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পযর্ন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
ইআরডি’র অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, এটি তৃতীয় পর্ায়ে বাস্তবায়িত হচ্ছে। দেশের অতিদরিদ্র ২২টি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় পুষ্টি কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। কৃষি সংক্রান্ত জ্ঞান বৃদ্ধিকল্পে কিছু প্রশিক্ষণ কর্মসূচিও জোরদার করা হবে।
এতে বিশ্বব্যাংককে বার্ষিক ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমআইএস/এএসআর