ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দরে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ৫, ২০১৫
পায়রা বন্দরে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহ

ঢাকা: পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এ আগ্রহের কথা জানান।



উভয়ের মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদী, পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত পরিচালক রুজিনা হুসেইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ৫, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।