ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) উন্নয়ন সহযোগীদের অর্থছাড় বেড়েছে, তবে কমেছে প্রতিশ্রুতি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে নয় মাসে ২০১৩-১৪ অর্থবছর থেকে উন্নয়ন সহযোগীরা ৯৪ লাখ ৭০ হাজার ডলার অতিরিক্ত অর্থছাড় করেছে।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুর্শিদ বাংলানিউজকে বলেন, অর্থছাড় বেড়েছে এটা আমাদের দেশের জন্য ভালো একটি সংবাদ। কারণ উন্নয়ন সহযোগীরা অনেক সময় অর্থছাড় আটকে দেয়। এই জটিলতা এখন দূর হয়েছে। আমরা আশা করবো এই ধারা যেন অব্যাহত থাকে।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অবস্থার কারণে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় বাড়িয়ে দিয়েছে।
রাজনৈতিক পরিবেশের উন্নতি হওয়ার কারণে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি বাড়িয়ে দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে বিআইডিএসের ডিজি বলেন, শুধু রাজনৈতিক কারণ নয়, এর পাশাপাশি অন্য কারণও রয়েছে। হয়তো প্রকল্প বাস্তবায়নে ভালো অগ্রগতি হচ্ছে- এ কারণেও অর্থছাড় বাড়তে পারে।
অন্যদিকে প্রতিশ্রুতি কমে যাওয়া প্রসঙ্গে খান মুর্শিদ বলেন, উন্নয়ন সহযোগীদের দেওয়া অনেক প্রতিশ্রুতি পাইপ লাইনে পড়ে রয়েছে। এই জটলা দূর না হওয়া পর্যন্ত এটি ক্রমান্বয়ে নিম্নমুখী হবে। তারা হয়তো ভাবছেন নতুন প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই, সেই কারণে প্রতিশ্রুতি কমে এসেছে। এটা বাড়াতে হলে আগে পাইপ লাইনে আটকে থাকা প্রতিশ্রুতির জটলা দূর করতে হবে।
২০১৪-১৫ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করেছে মোট ২১৮ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে ঋণ ১৭৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার এবং অনুদান ৩৮ কোটি ১১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
২০১৩-১৪ অর্থবছরে একই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করেছিলো ২১৭ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১৬১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার এবং অনুদান ৫৫ কোটি ৬৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। নয় মাসে উন্নয়ন সহযোগীরা ৯৪ লাখ ৭০ হাজার ডলার অতিরিক্ত অর্থছাড় করেছে।
ইআরডি সূত্র জানায়, নয় মাসে মোট প্রতিশ্রুতি এসেছে ২৪৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ছিল ২৯০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
২০১৪-১৫ অর্থবছরের মোট প্রতিশ্রুতির মধ্যে মধ্যে ঋণ ২৩১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং অনুদান ৩৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ডলার।
২০১৩-১৪ অর্থবছরের প্রতিশ্রুতির মধ্যে ঋণ ছিলো ২৪৫ কোটি ৯৭ লাখ এবং অনুদান ছিল ৪৪ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।
ইআরডি সূত্র জানায়, চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধের পরিমাণ কমেছে ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
২০১৩-১৪ অর্থবছরের নয় মাসে উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধের পরিমাণ ছিলো ৯৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে আসল ছিলো ৮২ কোটি ৬২ লাখ ডলার এবং সুদ ছিলো ১৬ কোটি ২৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
অথচ চলতি অর্থবছরে একই সময়ে উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ করা হয়েছে মাত্র ৮৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। পরিশোধ করা ঋণের মধ্যে আসল ৭১ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং সুদ ১৪ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
মার্চ মাস পর্যন্ত উন্নয়ন সহযোগীদের মধ্যে সর্বোচ্চ ৭২ কোটি ৮৯ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। ২৪ কোটি ৩১ লাখ ডলার ছাড় করেছে জাপান।
অন্যদিকে ১৫ কোটি ৪৮ লাখ ডলার অর্থছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ভারত অর্থছাড় করেছে ৪ কোটি ২ লাখ ডলার।
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমআইএস/এএ