ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কিন ক্রেতা সেডুকা জিন্স কালো তালিকাভুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ৭, ২০১৫
মার্কিন ক্রেতা সেডুকা জিন্স  কালো তালিকাভুক্ত

ঢাকা: মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কারক প্রতিষ্ঠান সেডুকা জিন্সকে কালো তালিকাভুক্ত করেছে দেশের তৈরি পোশাক রপ্তানীকারকদের সংগঠন বিজিএমই।

বৃহস্পতিবার (৭ মে’২০১৫) বিজিএমই’র সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ(সুমন)এ তথ্য নিশ্চিত করেন।



বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ বাংলানিউজকে এ বিষয়ে বলেন, আমেরিকান ক্রেতা সেডুকা-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে মূলত বাংলাদেশ ব্যাংকের নির্দেশে। সেডুকা ব্যাক টু ব্যাক এলসির অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ’কে ব্যবস্থা নিতে বলেছিলো। এখন বিজিএমইএ এর কোনো সদস্যই আইনগতভাবে সেডুকার সাথে কোনো ব্যবসা করতে পারবে না।

বিজিএমইএ এর সূত্রে জানা যায়, আমেরিকান ক্রেতা সেডুকা বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক এক্সেল সিউর কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের পোশাক ক্রয় করতো। এ সময় সোনালী ব্যাংকে এক্সেল সিউর কোম্পানি  ৪৫ হাজার ৮১৬ ডলার মূল্যের ব্যাক টু ব্যাক এলসি করে যা পরিশোধ করার কথা ছিলো সেডুকার।

সেডুকা কয়েক দফায় ২৫ হাজার ৩২১ দশমিক ২৫ ডলার পরিশোধ করে। কিন্তু বাকি অর্থ পরিশোধ করেনি এই আমেরিকান ক্রেতা প্রতিষ্ঠানটি। এ সময় এক্সেল সিউর থেকে একাধিকবার সেডুকার সাথে যোগাযাগ করা হলেও ব্যাক টু ব্যাক এলসির বাকি টাকা পরিশোধ করেনি।

এক পর্যায়ে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আনে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় বাংলাদেশ ব্যাংক ঘটনার সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিজিএমইএ’কে নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতেই বিজিএমইএ সেডুকা-কে কালো তালিকাভুক্ত করলো।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৫/আপডেটেড- ১৮১২ ঘণ্টা
ইউএম/এনএস






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।