ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি-গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
রবি-গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের চুক্তি

ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের কর্মীদের সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করপোরেট সেবা দিতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে।  

বৃহস্পতিবার (০৭ মে) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সম্প্রতি রাজধানীতে রবি করপোরেট অফিসে স্বাক্ষরিত চুক্তি অনুসারে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কর্মীরা রবির অনন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।  
 
একই দিন স্বাক্ষরিত আরেকটি চুক্তির মাধ্যমে রবির পরিবেশক, বিক্রয়কর্মী ও নির্ধারিত খুচরা ব্যবসায়ীদের গ্রিন ডেল্টা বীমার আওতায় আনা হয়েছে।
 
রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমদ এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
 
এ সময় রবির ম্যানেজিং ডিরক্টের ও চিফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরাসিংহে এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার ফারজানা চৌধুরী, এসিআইআই (ইউকে) উপস্থিত ছিলেন।
 
চুক্তি সই অনুষ্ঠানে রবির সেলসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) নাজির আহমেদ, মার্কেট অপারেশন বিভাগের এন্টারপ্রাইজ বিজনেসের ইভিপি মো. আদিল হোসেন, সেলসের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোহাম্মদ মেহেদি হাসান, অল্টারনেট চ্যানেলের জিএম ম্যানেজার মোশাররফ আলম খান, ডিস্ট্রিবিউটর ডেভেলপমেন্টের জিএম মো. দিদারুল হাসান সিদ্দিক, সেলসের জিএম মো. সাইফুল কাদের, অল্টারনেট চ্যানেলের ম্যানেজার রেনাল্ড রনি বৈদ্য ও মার্কেট অপারেশন ডিভিশনের সেলস অ্যান্ড সার্ভিসের ম্যানেজার তানভীর মাসুদ উপস্থিত ছিলেন।
 
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ওয়াফি এস এম খান, ডেপুটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুভাশীষ বড়ুয়া; করপোরেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাকিব ও ইন্সুরেন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ৭, ২০১৫
আইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।