ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের পাশে সিকদার মেডিকেল ও ন্যাশনাল ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ৮, ২০১৫
নেপালের পাশে সিকদার মেডিকেল ও ন্যাশনাল ব্যাংক

ঢাকা: গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অসহায় ও আহত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।
 
প্রতিষ্ঠান দু’টির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের নির্দেশনায় সিকদার মেডিকেল এবং ন্যাশনাল ব্যাংক যৌথভাবে নেপালের অসহায় মানুষদের চিকিৎসা ও ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।


 
এ লক্ষে সিকদার মেডিকেলের ১২ সদস্যের একটি মেডিকেল টিম ৮ মে, শুক্রবার নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। টিমে অর্থোপেডিক, সার্জারি ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী, খাদ্য, পানীয় ছাড়াও এনবিএল প্রদত্ত কম্বল সঙ্গে নিয়ে গেছে।

এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লি. ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে ওষুধ প্রদানের মাধ্যমে মহতী এ উদ্যোগে সঙ্গে যুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।