ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব’র সুদবিহীন আমানত সংগ্রহের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ৮, ২০১৫
রাকাব’র সুদবিহীন আমানত সংগ্রহের আহ্বান

রাজশাহী: সুদবিহীন ও কম সুদবাহী আমানত সংগ্রহে আরও উদ্যোগী ভূমিকা পালনের জন্য ব্যাংকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ।

শুক্রবার (০৮ মে) সকালে ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে জোনাল ব্যবস্থাপকদের ত্রৈমাসিক পারফরমেন্স পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন, নতুনভাবে শ্রেণিকৃত ঋণের সম্পূর্ণ অর্থ এবং পূর্বের শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায়ের সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। এছাড়াও নারী উদ্যোক্তা, পরিবেশ বান্ধব গ্রিণ ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে।

এসময় গ্রাহক সেবার মানের উন্নয়নের মাধ্যমে ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখার উপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

শাখা নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ পারফরমেন্স পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক খান, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সামাদ, রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল লতিফ।

এছাড়াও সভায় সব বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, ব্যাংকের ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি’র প্রজেক্ট ডাইরেক্টর, ঢাকা কর্পোরেট শাখা ও এলপিও’র উপ মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সভার প্রথমভাগে উদ্বোধনী অনুষ্ঠান ও দ্বিতীয়ভাগে জোনওয়ারি সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডের পর্যালোচনা এবং সে আলোকে জোনাল ব্যবস্থাপকদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি চলতি ২০১৪-১৫ অর্থবছরের ব্যাংকের প্রথম নয় মাসের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায় বিশেষ করে শ্রেণিকৃত ঋণ আদায় ইত্যাদি অবস্থা বিশদ পর্যালোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।