ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে এফবিসিসিআই

ঢাকা: ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার জন্য সংবর্ধনা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সংগঠনটির নির্বাচন বোর্ডের এক সভায় সভাপতি কাজী আকরাম উদ্দিন ‍আহমদ এ ঘোষণা দেন।



তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও ছিটমহল সমস্যা নিয়ে ঐতিহাসিক ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়িত হয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতা। এজন্য আমরা দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে তাকে এক সপ্তাহের মধ্যে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য আপনাদের সহযোগিতা চাই।

 বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসইউজে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।