ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাটের মতো ভালো আয় আর নেই

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
ভ্যাটের মতো ভালো আয় আর নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভ্যাট নিয়ে যতোই সমালোচনা করা হোক না কেন- এর মতো ভালো আয় আর নেই। তাই এ বছর থেকে চালু করা হচ্ছে সংশোধিত ভ্যাট আইন।



মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৬তম সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে।

তামাকের ওপর করারোপ প্রসঙ্গে হেসে হেসে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এটা জনপ্রিয়।

দেশে বিনোদনের ব্যবস্থা সীমিত বলে স্বীকার করে মন্ত্রী বলেন, সিগারেট ফোঁকা একটা বিনোদন।

এ সময় ধূমপানের ক্ষতিকর দিক উল্লেখ করে তামাক বিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী।

আব্দুল মুহিত আরও বলেন, বর্তমানে দেশে রাজস্ব আয় ১১ শতাংশ। ১৯৭২ থেকে ৮৩ সাল পর্যন্ত এ রাজস্ব আয় ছিল ৫ শতাংশ। এরপর ২৭ বছরে তা তিন শতাংশ বেড়েছে। আমরা ক্ষমতায় এসে গত ছয় বছরে তা আরও তিন শতাংশ বৃদ্ধি করতে পেরেছি। আগামী চার বছরে রাজস্ব আয় আরও তিন শতাংশ বাড়ানো হবে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার জননিবেদিত সরকার। যার ফলে আমরা সীমান্ত চুক্তির সুফল ঘরে তুলতে পেরেছি।

তিনি বলেন, আমাদের অনেক উন্নয়নমূলক কাজ করতে হবে। তাই সরকারের লক্ষ্য বিরাট আকারের বাজেট ঘোষণা করা। কেননা দেশের সব মানুষকে সেবা দিতে হবে।

চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়ার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা খুশি বলেও জানান মুহিত।

সভায় আরও বক্তব্য রাখেন- অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, মনোয়ারা হাকিম আলী, কৃষিবিদ ফেরদৌসি বেগম, রেবেকা শারমীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১২, ২০১৫/আপডেট: ২১১৪ ঘণ্টা
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।