ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুধুই জিনস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ১২, ২০১৫
শুধুই জিনস ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: নানার রঙ্গের, নানা ডিজাইনের ডেনিম বা জিনসের প্রদর্শনী চলছে ঢাকায়। দেশী ও বিদেশি ক্রেতাদের আরো আকর্ষণ করতেই এ প্রদর্শনী আয়োজন করা হয় রাজধানীর রেডিসন হোটেলে।

                              

শুধু জিনস সামগ্রী নিয়েই এ ডেনিম এক্সপোর আয়োজন করা হয়েছে। জিনসের কাপড়, প্যান্ট, শার্ট, জ্যাকেট, ব্যাগ সবই রয়েছে এ প্রদর্শনীতে। এছাড়াও রয়েছে রং এবং কেমিক্যালের প্রদর্শনীও। মেলায় ক্রেতারা একই ছাদের নিচে প্রায় ২৫ টি জিনস প্রস্তুতকারক প্রতিষ্ঠান সর্ম্পকে জানতে পারছে।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ডেনিমএক্সপো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশে ডেনিম শিল্পের প্রসারই এই প্রদর্শনীর একমাত্র উদ্দেশ্য নয় বরং এটি ভাল ব্যবসা চর্চায় উৎসাহ প্রদান এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে আয়োজক বাংলাদেশ ছাড়াও  যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, চীন, সান মারিনোর ২৫ টি ডেনিম ও জিনস উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া প্রদর্শনীতে অংশ নিচ্ছে ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত গার্মেন্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও ফ্যাশন পেশাজীবী।

বর্তমানে ইউরোপের বাজারে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারী  দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয়। বিশ্বের ৪০০ টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ১৮০ মিলিয়ন পিস ডেনিম জিনস তৈরি করে। বাংলাদেশের ২৫ টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে প্রায় ৮৩৪ মিলিয়ন ইউএস ডলার।

আর তাইতো জিনস নিয়ে এতো বড় প্রদর্শনীর আয়োজন। ডেনিম এক্সপার্ট লিমিটেড ইজি, আরবান, রক ও ভিনটেজ এন্ড হেরিটেজ ক্যাটাগরির জিনস প্রর্দশন করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা সোহেল রানা বাংলানিউজকে বলেন, আমারা জিনসের ফেব্রিক আর ওয়াশ ছাড়াও ফিটিংসের দিকে বিশেষ নজর দেই। ইউরোপের বেশ কয়েকটি দেশেই জিনসের ক্রেতা রয়েছে এ প্রতিষ্ঠানের।

র‌্যায়মন্ড ডেনিম প্রাইভেট লিমিটেডের প্রধান কমকর্তা কামাল বলেন, বাংলাদেশের জিনস এখন গুনের এবং মানের বিচারে যে কোন দেশের চেয়ে ভাল। চীনের পরেই আমরা দ্বিতীয় জিনস রপ্তানিকারক দেশ।

সোমবার শুরু হওয়া এ প্রদর্শনীর শেষ দিন মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।