ঢাকা: প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারীদের খামার উন্নয়ন ও স্থাপনের জন্য ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। মঙ্গলবার(১২ মে’২০১৫) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়।
এতে সই করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক(কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, দেশের দুগ্ধশিল্পের উন্নয়নে প্রাণ ও কর্মসংস্থান ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক(কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী জানান, নাটোরের গুরুদাসপুর, পাবনার চাটমোহর ও রংপুরে অবস্থিত প্রাণ এর ৩টি ডেইরি ‘হাব’ এর অধীনে ৯ হাজারের অধিক রেজিস্ট্রার্ড দুগ্ধ খামারী রয়েছে। এসব খামারীদের কাছে প্রায় ১৬ হাজার গবাদি পশু রয়েছে। প্রথম পর্যায়ে খামারীদের সক্ষমতানুযায়ী ১০০ জন খামারীকে এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ অন্যান্য খামারীদের মাঝেও ঋণ সহায়তা প্রদান করা হবে।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, দেশের কৃষি, শিল্প অন্যান্য সম্ভাবনাময় খাতগুলিতে কর্মসংস্থান ব্যাংক ঋণ সহায়তা প্রদান করে থাকে। প্রাণ ডেইরির দেয়া তালিকা অনুযায়ী তাদের চুক্তিবদ্ধ খামারীদেরকে এ ঋণ দেওয়া হবে।
খামারীদের জন্য ঋণ পরিশোধের সময়সীমা থাকবে এক থেকে পাঁচ বছর বলেও তিনি জানান।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আখতার জামিল, প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, চিফ ডেইরি এক্সটেনশন ডা: রাকিবুর রহমানসহ প্রাণ ও কর্মসংস্থান ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনএস/