ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকে বোমা ও অগ্নি প্রতিরোধক ভল্ট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
রূপালী ব্যাংকে বোমা ও অগ্নি প্রতিরোধক ভল্ট

ঢাকা: রুপালী ব্যাংকে নগদ টাকার নিরাপত্তায় বোমা ও অগ্নি প্রতিরোধক ভল্ট স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ব্যাংকের স্থানীয় একটি কার্যালয়ে আন্তর্জাতিক মানের এ ভল্ট স্থাপন কাজের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন।


 
ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটি এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অগ্নি প্রতিরোধক ভল্ট। এছাড়া এটি গ্যাস, টর্চ, মেকানিক্যাল টুলস, গ্র্যানডিং মেশিন, ড্রিল মেশিন ও বোমা  প্রতিরোধক। এই মানের ভল্ট দেশে এই প্রথম স্থাপন করা হলো বলেও জানান তিনি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, মহাব্যবস্থাপক নুরুজ্জামান, এবনুজ জাহান, উপ-মহাব্যবস্থাপক  আবুল মনসুর, শওকত আলী খান, রূপালী ব্যাংকের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মেদ ও সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।