ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর সোশ্যাল একাউন্টিবিলিটি (জিপিএসএ) পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বচ্ছতা ও সুশাসনের জনদাবি সৃষ্টিতে অনন্য অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ড. জামান ছাড়াও আফ্রিকা, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল থেকে সরকার ও সুশীল সমাজের আরো পাঁচজন ব্যক্তিত্ব প্রথমবারের মত প্রবর্তিত এই পুরস্কারে ভূষিত হন। এছাড়াও একজনকে একটি বিশেষ আজীবন সম্মাননাও প্রদান করা হয়।
পুরস্কারের জন্য আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, বাংলাদেশে প্রতিবাদের পরিসর সংকুচিত হওয়া সত্ত্বেও ড. জামান স্বচ্ছতা ও সুশাসনের জন্য জনমত গঠনে কাণ্ডারীর ভূমিকা পালন করেছেন। তার দক্ষ নেতৃত্বের ফলে টিআইবি এরই মধ্যে দেশে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক, আইনী এবং নীতি কাঠামোতে অনেকগুলো সফল উদ্যোগ বাস্তবায়িত করেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৫
কেএইচ/