ঢাকা: আসন্ন রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (১৮ মে) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ছোলা, মুড়ি, ডাল, পিঁয়াজ-মরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পযার্প্ত মজুদ আছে। ফলে রমজানে এসবের দাম বাড়ার কোনো সুযোগ নেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের সময় মন্ত্রীরা বাজার ভিজিটে গেলে পণ্যের দাম বেড়ে যায়। তাই এ সময় মন্ত্রীদের বাজার ভিজিট (পরিদর্শন) না করার জন্য আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের আগে ভারতের বাণিজ্য সচিব রাজীব খের তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাজীব খের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা দু’টি বিষয়ের ওপর জোর দিয়েছে। প্রথমতঃ ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং দু’দেশের বাণিজ্য সম্প্রসারণ নিশ্চিত করা। এ জন্য যা যা করা দরকার সবই করা হবে।
শুধু এশিয়া অঞ্চলেই নয়, সারাবিশ্বে বাংলাদেশ ও ভারত নানা ক্ষেত্রে গরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান রাজীব খের।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এসএস/টিআই