ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য বইপড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রমে’ ৩০ হাজার বই দিয়েছে দেশের অন্যতম প্রধান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশ থেকে প্রাপ্ত এ বই ৪শ’টি স্কুলে প্রতি বছর ৩০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্প্রতি এ ৩০ হাজার বই বিকাশ কর্তৃপক্ষ বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষের কাছে তুলে দেন।
কর্মসূচির আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ’র সহযোগিতায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের জন্য এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বিকাশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে অনুদানের বইগুলো তুলে দেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামাল কাদীর বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের গত ৩৬ বছরের ব্যাপক প্রচেষ্টার কারণেই দেশে বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। তিনি বলেন, শিক্ষর্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ উদ্যোগের অংশীদার হতে পেরে বিকাশ গর্বিত।
বিকাশকে বই প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই পড়ার মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন ও আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টায় বিকাশ’র মতো বড় বড় প্রতিষ্ঠানের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।
২০১৪ সালেও বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৪ হাজার বই প্রদান করেছিল। ২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্যাংকিং সেবা বহির্ভুত বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষে নানা ধরনের মোবাইল সার্ভিস সেবা চালু করেছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আইএ