ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবনা ও বগুড়ার উন্নয়নে ৬৬৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৫
পাবনা ও বগুড়ার উন্নয়নে ৬৬৩ কোটি টাকা

ঢাকা: বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি তহবিল থেকে ৬৬৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন মেয়াদে  ‘বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পের আওতায় জেলা দু’টির ‍সার্বিক অবকাঠামোর উন্নয়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর(এলজিইডি)।

গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্য সহজে বাজারতাজকরণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এ প্রকল্পের লক্ষ্য।

প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণ কাজে গ্রামীণ দরিদ্র জনগণকে সম্পৃক্ত করা হবে। যাতে করে প্রকল্প এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সৃষ্টি হয়। এছাড়া প্রকল্প এলাকায় ড্রেনেজ স্ট্রাকচার ও বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশেরও উন্নয়ন করা হবে।

প্রকল্পের পরিচালক এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মদ মুরশিদ হাছান বাংলানিউজকে বলেন, জেলা দু’টির( পাবনা-বগুড়া) রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামোর বেহালদশা বিরাজ করছে। এ থেকে উত্তরণের লক্ষ্যে আমরা জেলা দু’টির নানা উন্নয়নে ৬৬৩ কোটি টাকা ব্যয় করবো। প্রকল্প এলাকায় সড়ক, হাট-বাজার, কালভার্টসহ সবুজ বনায়ন করা হবে। এর ফলে প্রকল্প এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা হবে।

এলজিইডি সূত্র জানায়, পাবনা জেলার সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, সুজানগর, ফরিদপুর, ভাঙ্গুড়া, সাঁথিয়া ও বেড়া এবং বগুড়া জেলার সদর, গাবতলী, ধুনট, শেরপুর, সারিয়াকান্দি, সোনাতলা, নন্দিগ্রাম, কাহালু, দুপচাঁচিয়া, আদমদীঘি, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। দুই জেলার পাশাপাশি সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলারও কিছু উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন করা হবে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।

প্রকল্প এলাকায় কিছু প্রস্তাবিত মূল কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৯ কিলোমিটার উপজেলা সড়ক উন্নয়ন, ১৬১ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন, ১২৪ কিলোমিটার  গ্রাম সড়ক উন্নয়ন, ৫৬৩ মিটার সড়কে ব্রিজ নির্মাণ, ১২ কিলোমিটার আরসিসি সড়ক উন্নয়ন, ৯২৯ মিটার ইউনিয়ন সড়কে কালভার্ট নির্মাণ এবং ১০৩৮ মিটার গ্রাম সড়কে কালভার্ট নির্মাণ করা হবে।

অন্যদিকে, প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার সাব-মার্জিবল সড়ক নির্মাণ, ১৫টি হাট-বাজার উন্নয়ন, ৩৭৪ কিলোমিটার  সড়ক মাটি দিয়ে প্রশস্তকরণ, ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৭৪ কিলোমিটার দুইলেন সড়ক প্রশস্তকরণ ও ৩৪৯ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।