ঢাকা: ব্যাংক ঋণের সুদ কমিয়ে আনতে প্রতিটি ব্যাংককেই নিজে থেকে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার(১৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।
আতিউর রহমান বলেন, প্রতিটি ব্যাংক তাদের আয় ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজেরাই ব্যাংক ঋণের সুদ কমিয়ে আনতে পারে। এরজন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই।
বাংলাদেশ ব্যাংক ল্যাপটপ কেনার ক্ষেত্রে নামমাত্র সুদে শিক্ষার্থীদের মধ্যে ঋণ দেওয়ার প্রকল্প নিতে যাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ব্যাংকের ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসই/এসএন/এনএস