ঢাকা: রাজনৈতিক নানা প্রতিকূলতায় ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব থাকার পরও চলতি বছরের তিন মাসে রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব বৃদ্ধির হার ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এ সময়ে রবির গ্রাহক সংখ্যাও বেড়েছে ১০ লাখ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায়িক ফলাফল ঘোষণাকালে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক অস্থিরতার কারণে বিরূপ পরিস্থিতিতে শুরু হওয়া এই বছরের ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরও গ্রাহক সংখ্যা ১০ লাখ বেড়ে দুই কোটি ৬৩ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৩ শতাংশ।
আর গত বছরের প্রথম প্রান্তিক শেষে একই সময়ের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২০ কোটি।
সারাদেশে সর্বোচ্চ মানসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদানের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে, যা ১৭০ শতাংশেরও বেশি।
নেটওয়ার্কে বড় ধরনের বিনিয়োগ, টু-জি ও থ্রি-জি সেবা ব্যবহারে উৎসাহিত করতে গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী অফার ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।
সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরক্টের ও সিইও সুপুন বীরাসিংহে প্রথম প্রান্তিকের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতার পরেও রবির ব্যবসায়িক সাফল্য ইতিবাচক। গ্রাহকবান্ধব পণ্য ও সেবা প্রদান এবং মানসম্পন্ন নেটওয়ার্কের নিশ্চয়তা গ্রাহক বৃদ্ধির কারণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রমাগত বিনিয়োগের ফলে নেটওয়ার্কখাতে উচ্চ ব্যয়, রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিযোগিতার কারণে এ বছর অপারেটিং প্রফিট (ইবিআইটিডিএ) মার্জিন দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪ শতাংশ। যা গত বছরের তুলনায় সামান্য কম।
রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিযোগিতার কারণে আগের প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে ৮ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ২২০ কোটি টাকা হয়েছে। ২০১৪ সালের প্রথম প্রান্তিকের ইবিআইটিডিএ ছিল ৪৭০ কোটি টাকা, যা ২০১৫ সালের প্রথম প্রান্তিকে কমে ৪৬০ কোটি টাকা হয়েছে। মূলত নেটওয়ার্ক বিস্তৃতি ও বিপণন ব্যয় বৃদ্ধির কারণে ইবিআইটিডিএ কমেছে।
রবির চিফ অপারেটিং আফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবির ঝড়ো অফার, অনলিমিটেড এফএনএফ, ধন্যবাদ প্রোগ্রাম, ভয়েস কল ও ইন্টারনেটের পাশাপাশি বিভিন্ন গিফট প্রোগ্রামের জন্য রবি পাইওনিয়ার। এসব কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।
সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাকেজ, একশ’টি দেশে সাশ্রয়ী মূল্যে রোমিং সুবিধা, এন্টারপ্রাইজ ও এসএমই গ্রাহকদের জন্য রবি বেশ কয়েকটি বিজনেস সলিউশন সেবা চালু করেছে বলে জানান মাহতাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৩.৫জি নেটওয়ার্কের বিস্তার এবং ২.৫জি নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট সেবা আরও উন্নত করতে বিপুল বিনিয়োগ করে চলেছে রবি। দেশজুড়ে দুই হাজার চারশ’রও বেশি ৩.৫জি নেটওয়ার্কের মাধ্যমে মানসম্মত ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।
রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলামসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৫, আপডেট ১৯১৬
এমআইএইচ/আইএ