ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবির ফ্রি ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৪০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
রবির ফ্রি ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৪০ শতাংশ ছবি:দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লোকসান হলেও রবি আজিয়াটা লিমিটেডের ফ্রি ইন্টারনেটের ব্যবহার ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।

চলতি বছরের প্রথম তিন মাসের ব্যবসায়িক ফলাফল ঘোষণায় মঙ্গলবার (১৯ মে) গুলশানে রবির করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট.ওআরজি’র মাধ্যমে গত ১০ মে থেকে বাংলাদেশে ফ্রি ইন্টারনেট চালু করে রবি। এর মাধ্যমে ২৫টি ওয়েবসাইট বিনা খরচে ব্রাউজ করা যাচ্ছে।

মাহতাব উদ্দিন বলেন, রবির ফ্রি-ফেসবুক ও ইন্টারনেট.ওআরজি’র মাধ্যমে ডেটা ব্যবহার ৪০ শতাংশ বেড়ে গেছে। ফ্রি-ফেসবুক ও ফ্রি-ইন্টারনেটের জন্য লস করছি। ফ্রি ইন্টারনেট ব্যবহারের কারণে পার ডে ড্রাফটলি দুই মিলিয়ন রেভিনিউ ড্রপ পড়ে গেছে।

সব মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে না। এটা পয়সার জন্য বা অন্য কোনো কারণে হতে পারে। তাদের কীভাবে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনা যায় সেটাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য। এর মাধ্যমে তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া সহজ হয়ে গেছে। ডিজিটাল যুগে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলেও চাকরি হতে পারে।

আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা ইন্টারনেট ব্যবহার করে না তাদের ইন্টারনেট ব্যবহারের আওতায় নিয়ে আসা, আর দ্বিতীয় উদ্দেশ্য ব্যবহার বাড়ানো, ইনফরমেশন এক্সেস বাড়ানো। বলেন, মাহতাব উদ্দিন।

তিনি বলেন, যারা অনেক দিন ধরে ইন্টারনেট ব্যবহার করছিলেন না তারা ফেরত এসেছে, এটা পজেটিভ হিসেবে দেখছি।

এ উদ্যোগের ইনিশিয়াল রেসপন্স খুব ভালো জানিয়ে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে শুধু রবি না, অন্যান্য অপারেটর এলে এক বছরে ইন্টারনেট ব্যবহার আরও বাড়বে।
 
তিনি বলেন, এটা ডেফিনিটলি ফ্রি ডেটা দেওয়া হচ্ছে। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। যদি তাই হতো তাহলে বিটিআরসি আমাদের অ্যাপ্রোভাল দিতো না।
দেশের সব ধরনের মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনতে সহযোগিতা চান মাহতাব উদ্দিন।

পুঁজি বাজারে আসা নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, আমরা বিটিআরসির কাছে সময় নিয়েছি। এ বিষয়ে প্রক্রিয়া চলমান।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমআইএইচ/এএ

** প্রথম প্রান্তিকে রবির রাজস্ব বৃদ্ধির হার ৪.১ শতাংশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।