ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশ চলবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশ চলবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও মূসক প্রশাসন) সুলতান মোহাম্মদ ইকবাল বলেছেন, অভ্যন্তরীণ উৎস থেকে শতকরা ৯০ শতাংশ রাজস্ব আদায় হয়ে থাকে। অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশ চলবে না।



তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে আধুনিক ও যুগোপযোগী আইন প্রনয়ণ করা হচ্ছে। এজন্য ভ্যাট অনলাইন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিন বছর মেয়াদী এ প্রকল্প নতুন আইনের প্রচার ও প্রসারে কাজ করবে। সারাদেশের মানুষকে সচেতন করার জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মো. জামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল আরও বলেন, ভ্যাটের সবকিছু অটোমেশিন সিস্টেম হয়ে যাবে। আর কোন কিছু ম্যানুয়াল থাকবে না। এতে রাজস্ব ফাঁকি বন্ধ হবে। রাজস্ব বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সহজ হবে। রাজস্ব বৃদ্ধিতে ব্যবসায়ীদের আরও বেশি সচেতন হতে হবে। দেশের সার্বিক উন্নয়নে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইসরারুল হক, খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার কেএম অহিদুল আলম, কমিশনার অরুণ কুমার বিশ্বাস, দি কুষ্টিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার জিয়াদুল হক।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।