ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং বন্ধে হিসাব রক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ২০, ২০১৫
মানি লন্ডারিং বন্ধে হিসাব রক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ড. আতিউর রহমান

ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের হিসাবরক্ষকদের অনেক বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বুধবার (২০ মে) সন্ধ্যায় অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ইনস্টিটিটিউ অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

গর্ভনর বলেন, বাংলাদেশের আইনগত কাঠামো এখন আন্তর্জাতিক মানের। তবে এতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করে না। বরং আইনের যথাযথ প্রয়োগ দরকার।

‘আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে রিপোর্টিং এজেন্সিগুলোর হিসাবরক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কারণ তাদের যে কোনো আর্থিক সিস্টেমের গেটকিপার হিসেবে বিবেচনা করা হয়,’ বলেন তিনি।  

ড. আতিউর রহমান বলেন, রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে আইসিএবি-এর বিশেষ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে আইসিএবি-এর জন্যে যেসব আন্তর্জাতিক পরিপাললের প্রয়োজনীয়তা রয়েছে তা যথাযথভাবে পালন করা দরকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।