রাজশাহী: আগামী ২০১৫-১৬ মৌসুমে প্রতি কুইন্টাল আখ ২শ ৭৫ টাকায় কেনার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আখের বর্তমান উৎপাদন খরচ ও প্রতিযোগী ফসলের মুনাফা বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজশাহী সুগার মিলে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আয়োজনে আখচাষি সমাবেশে শিল্পমন্ত্রী এ ঘোষণা দেন।
আমু বলেন, আমাদের সরকার চাষিবান্ধব। আখচাষিদের সুবিধার্থে সরকার এরই মধ্যে আখচাষের জন্য পাঁচটি ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার বিধান চালু করেছে। প্রতি কুইন্টাল আখের দাম আড়াইশ থেকে বাড়িয়ে ২শ ৭৫ টাকা করেছে। এ মূল্য বৃদ্ধি চাষিদের আর্থ-সামজিক ও পারিবারিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, দেশীয় শিল্প সুরক্ষায় যতটা সম্ভব সব ধরনের নীতিগত সহায়তা দিচ্ছে বর্তমান সরকার। গত ছয় বছর চিনিশিল্পের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। চিনিশিল্পকে লাভজনক করতে চিনিকলগুলোতে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ফরিদুল হাসান খান দুলাল, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি মজহারুল হক প্রধানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসএস/এসএন/এএ