ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্স বেড়েছে প্রায় সব দেশ থেকেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ২১, ২০১৫
রেমিট্যান্স বেড়েছে প্রায় সব দেশ থেকেই

ঢাকা: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়া রেমিট্যান্স প্রেরণকারী প্রায় সব দেশ থেকেই রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। রেমিট্যান্স কম আসা দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালী।



বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের (২০১৪-১৫) জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সবগুলো দেশ থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ৮৩ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স বেশি এসেছে। এ সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ এক হাজার ২শ ৫৫ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ১শ ৭২ কোটি ৫৩ লাখ ডলার।

এপ্রিলে কাতার থেকে ২ কোটি ৮৫ লাখ ডলার, জার্মানি থেকে ১৬ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ১২ কোটি ৪৬ লাখ, ইতালী থেকে এক কোটি ৮২ লাখ এবং দক্ষিণ কোরিয়া থেকে ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সৌদি আরব থেকে এসেছে ২৯ কোটি ৮৩ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ কোটি ৮২ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ১৯ কোটি ছয় লাখ, ওমান থেকে ৮ কোটি ১২ লাখ, বাহরাইন থেকে ৮ কোটি ৯৫ লাখ এবং যুক্তরাজ্য থেকে ৬ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, কুয়েত থেকে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ৮৮ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৯১ কোটি ৫৭ লাখ ডলার। লিবিয়া থেকে এ ১০ মাসে এসেছে ৩ কোটি ৭৬ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে আসা রেমিট্যান্সের প্রায় অর্ধেক।

যুক্তরাজ্য থেকে আগের অর্থবছরের ১০ মাসে ৭৫ কোটি ৭৮ লাখ ডলার আসলেও এ অর্থবছরের এর পরিমাণ ৬৫ কোটি ১৬ লাখ ডলার। একইভাবে জার্মানি, জাপান ও ইরান থেকেও রেমিট্যান্স কমেছে।

রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আরব থেকে (জুলাই-এপ্রিল) সময়ে ২৭৪ কোটি এক লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এদেশ থেকে ২৫৮ কোটি পাঁচ লাখ ডলার এসেছিল। চলতি অর্থবছরের ১০ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে যেখানে ২৩৪ কোটি পাঁচ লাখ ডলার এসেছে আগের অর্থবছরের একইসময়ে ছিল ২২১ কোটি ২২ লাখ মার্কিন ডলার।

একইভাবে রেমিট্যান্সে বিশেষ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্র, কাতার, ওমান ও বাহারাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশ থেকে আগের অর্থবছরের প্রথম ১০ মাসের চেয়ে বর্তমান অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।