ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপাল রাষ্ট্র ব্যাংকের ধন্যবাদ জ্ঞাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ২১, ২০১৫
নেপাল রাষ্ট্র ব্যাংকের ধন্যবাদ জ্ঞাপন

ঢাকা: সম্প্রতি হিমালয় কন্যা নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা পাঠানোর জন্য নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর ড. চিরঞ্জীবী নেপাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার(২০মে, ২০১৫) এ ধন্যবাদ জানানো হয়েছে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



উল্লেখ্য, বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬ হাজার ৩’শত ২৮টি কম্বল, ৫ হাজার ৫০৭টি তাবু ও ২ হাজার ৩৭৬টি ব্যাগ ও কার্টুন গত ২৬ এপ্রিল, ২০১৫ ইং তারিখে নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বরাবরে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।