ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইটিএফ-২০১৫

‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’ ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটু একটু করে টাকা জমিয়ে দেশের বাইরে কোথাও বেড়িয়ে আসতে চান অনেকেই। কিন্তু নানা প্রয়োজনে জমানো টাকা খরচ হয়ে যায়।

স্বপ্নও থেকে যায় অপূর্ণ। তবে এবার স্বপ্ন পূরণের সুখবর নিয়ে এসেছে এশিয়ান হলিডেজ লিমিটেড।

রাজধানীতে শুরু হওয়া তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলায় এশিয়ান হলিডেজ বেশ সুযোগ-সুবিধা নিয়ে নানা প্যাকেজের অফার এনেছে।

শুক্রবার (২২ মে) গেট খোলার প্রথম দিকেই এশিয়ান হলিডেজের স্টলে আগ্রহী দর্শনার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা মোস্তাশিম দেওয়ান বাংলানিউজকে বলেন, টাকা জমিয়ে বেড়ানোর দিন শেষ। এখন বেড়িয়ে এসে ব্যয় শোধের সুযোগ এসেছে। জিরো শতাংশ ইন্টারেস্টে ইএমআই’তে ১১টি ব্যাংকের যেকোন ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘুরে আসা যাবে বাইরের দেশে। মাত্র ১২ মাসেই শেষ হয়ে যাবে এ কিস্তি।

‘৩ হাজার টাকা মাসিক কিস্তিতে ভুটানে কাটিয়ে আসা যাবে ৪ দিন ৩ রাত, ব্যাংকক-পাতায়ায় ৩ হাজার টাকায় ৫ দিন ৪ রাত, ব্যাংকক-ফুকেটে ৪ হাজার ৪শ টাকায় ৫ দিন ৪ রাত, কুয়ালালামপুর-বালিতে ৪ হাজার সাড়ে ৭শ টাকায় ৫ দিন ৪ রাত, লন্ডনে ১৩ হাজার সাড়ে ৭শ টাকায় ৬ দিন ৫ রাত, অষ্ট্রেলিয়ায় ১৫ হাজার টাকায় ৮ দিন ৭ রাত বেড়িয়ে আসা যাবে,’ জানান তিনি।  

এছাড়া কুয়ালালামপুর-লাংকাউই/পেনাং ৪ হাজার টাকা কিস্তিতে ৫ দিন ৪ রাত, ব্যাংকক-কুয়ালালামপুর-সিঙ্গাপুর ৫ হাজার ২৭৫ টাকায় ৭ দিন ৬ রাত (৩ সিটি) এবং ৪ হাজার ৮০০ টাকায় ৫ দিন ৪ রাত (যেকোন ২টি সিটি), ব্যাংকক-ম্যানিলা-বালি-কুয়ালালামপুর-সিঙ্গাপুরে ১১ দিন ১০ রাত ১০ হাজার টাকা, লস অ্যাঞ্জেলস-লাস ভেগাসে ৩১ হাজার টাকায় ১০ দিন ৯ রাত বেড়িয়ে আসার সুযোগ আছে বলে জানান এ কর্মকর্তা।
 
এক্ষেত্রে ভিসা প্রসেসও করে দেওয়া হয় বলে জানান তিনি। ৩ থেকে ১২ মাসের কিস্তিতে অন্য যেকোন প্যাকেজ বা এয়ার টিকেট সুবিধা দিচ্ছে এশিয়ান হলিডেজ।  

মেলা ছাড়াও বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এ আর টাওয়ার এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এশিয়ান হলিডিজের কার্যালয়েও যোগাযোগ করা যাবে বলে প্রতিষ্ঠানরি কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।