বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে: রাজধানীতে শুরু হওয়া তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশ বিমানের টিকিট মিলছে ২০ ভাগ কম দামে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে র্যাফেল ড্র।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বৃহস্পতিবার (২১ মে) শুরু হয় এ মেলা। শুক্রবার (২২ মে) মেলার দ্বিতীয়দিন, যথারীতি ক্রেতাদের আনাগোনা। তাদের নানা প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।
বিমানের ট্যুর ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলীপ কুমার ভট্টাচার্য মেলার সার্বিক দিক তদারকি করছেন।
তিনি বাংলানিউজকে জানান, মেলা চলাকালে ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, কলকাতা, ইয়াঙ্গুন, দুবাই, আবুধাবী, দাম্মাম, লন্ডন ও চট্টগ্রাম থেকে কলকাতাগামী বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা।
এর বাইরে অন্য রুটের টিকিটে পাওয়া যাচ্ছে ৭ শতাংশ ছাড়।
দিলীপ জানান, মেলা চলাকালেই পুরো টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে হবে। এর মেয়াদ থাকবে ৯০ দিন।
এছাড়া প্রতিদিনের ৠাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে ২টি টিকিট। টিকিট পেয়ে ঘুরে আসা যাবে ঢাকা থেকে কক্সবাজার বা কলকাতায় অথবা ইয়াঙ্গুনে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসকেএস/একে/জেডএস
** ‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’
** প্লাটিনাম হোটেলের ১০৪ কক্ষেই সেবা
** বাংলাদেশের মেলায় প্রথমবার মালয়েশিয়ার মার্ক হোটেল
** রিজেন্টের সব টিকিটে ১০ শতাংশ ছাড়