ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্যটন মেলায় নজর কেড়েছে ফোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ২২, ২০১৫
পর্যটন মেলায় নজর কেড়েছে ফোর্ড ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ সম্পর্কিত তথ্য জানার পাশাপাশি গাড়ি কেনার সুযোগও রয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলায়। তবে মেলায় প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখ আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের এস্কেপ এসইউভি ও ইকোস্পোর্ট গাড়ির দিকে।


 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় কালো ও লাল রঙের গাড়ি দু’টি একবার হলেও স্পর্শ করে দেখছেন দর্শনার্থীরা।
 
বাংলাদেশে ফোর্ড’র একমাত্র সরবরাহকারী আনোয়ার গ্রুপের এজি অটোমোবাইল লিমিটেডের পক্ষ থেকে গাড়ির প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করা হয়েছে। এসব গাড়ি নগদে কেনার পাশাপাশি বুকিং দেওয়ার সুযোগও পাচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে মূল্য ছাড়েরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ মে) মেলার দ্বিতীয় দিনের শুরুতেই দেখা গেলো দর্শনার্থী ও ক্রেতারা ফোর্ড’র গাড়ি দু’টি দেখার পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। দর্শনার্থীদের মধ্য থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে বলে জানান আয়োজকরা।
 
এজি অটোমোবাইলস লিমিটেডের এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) কেভিন গোমেস বাংলানিউজকে জানান, এস্কেপ এসইউভি ও ইকোস্পোর্ট গাড়ি দু’টির প্রদর্শনী থাকলেও, ক্রেতারা ইচ্ছে করলে তাদের শো-রুমে গিয়ে গাড়ির রঙ ও মডেল পছন্দ করে কিনতে পারেন।

মেলার স্টল সূত্র জানায়, এস্কেপ এসইউভি গাড়িটির মডেল ২০১৪-১৫। দুই হাজার এবং ১৬০০ সিসি ফ্রেক্সিবল, আরামদায়ক গাড়ির তেলের খরচ খুবই কম। এক লিটার তেল খরচে যাওয়া যাবে ছয় থেকে সাত কিলোমিটার।
 
এক দশমিক ছয় ইকোবুজ ইঞ্জিন এবং দুই ডিওরেটক ডিজেল ইঞ্জিনের গাড়ি দু’টি একেবারেই নতুন। এর অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম রুফস কসবার কিমলের রিফ্রেক্টার, মাড ফ্ল্যাপস। ১৬০০ সিসি’র গাড়ির দাম পরবে ৬৮ লাখ টাকা, আর দুই হাজার সিসি’র দাম ৭২ লাখ টাকা।
 
এদিকে ১৫০০ সিসি’র ইকোস্পোর্ট গাড়ির চারটি মডেল আছে। এসব গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো ক্রসওভার ভেহিক্যাল, এক দশমিক ৫ দশমিক এল সিগমা টিআইভিসিপি ইঞ্জিন এবং মাল্টি ফাংশন স্টেয়ারিং, ছয়টির এয়ার ব্যাগস, ২০০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
 
রাজধানীর উত্তরা সংলগ্ন আব্দুল্লাহপুরে ফোর্ড’র প্রধান শো-রুম। সেখান থেকে সব গাড়ির মেরামতের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তিন বছর অথবা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ফ্রি সার্ভিসিং। তবে যেগুলোতে ওয়ারেন্টি রয়েছে সেগুলোর ক্ষেত্রেই এ সুযোগ। গুলশান তেজগাঁও লিঙ্করোডে শাখা অফিসেও ক্রেতারা যোগাযোগ করতে পারেন।
 
কেভিন গোমেস আরও জানান, বাংলাদেশের অটোমোবাইলসের বাজারে ইতোমধ্যে ফোর্ড’র গাড়িগুলো সুনাম অর্জন করেছে। দিনদিন এর ক্রেতার সংখ্যা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে শনিবার (২৩ মে)। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২২, ২০১৫
একে/জেডএস

** বিমানের টিকিট মিলছে ২০ ভাগ কম দামে
** ‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’
** প্লাটিনাম হোটেলের ১০৪ কক্ষেই সেবা
** বাংলাদেশের মেলায় প্রথমবার মালয়েশিয়ার মার্ক হোটেল
** রিজেন্টের সব টিকিটে ১০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।