ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য ভূমি রক্ষা বাবদ চূড়ান্ত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯২ কোটি ৪২ লাখ টাকা। এ অর্থ দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য ভূমি প্রস্তুত করাসহ নদী ভাঙন থেকে প্রকল্প এলাকাকে রক্ষা করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রামাপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন, সংরক্ষণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় টাকা বরাদ্দ দেওয়া হবে। প্রকল্পটি মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবে। অনুমোদনের জন্য প্রকল্পটি একনেক কাযর্তালিকায় এক নাম্বারে রাখা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন সূত্র আরও জানায়, প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৪৮৩ কোটি ৮৮ লাখ টাকা দেওয়া হবে এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ কোটি ৫৩ লাখ টাকা। জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৭ মেয়াদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিপিডিপি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে। এছাড়া ১৪ হাজার মিটার সীমানা প্রাচির নির্মাণসহ যানবাহন ভাড়া নেওয়া হবে। বিআইডব্লিউটিএ ঘাসিয়াখালি চ্যানেল ড্রেজিং থেকে বালি পরিবহন করে প্রকল্প এলাকা ভরাট করবে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমআইএস/এএসআর