ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ কমার্স ব্যাংকে আইএমই রেমিট্যান্স সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বাংলাদেশ কমার্স ব্যাংকে আইএমই রেমিট্যান্স সেবা চালু

ঢাকা: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড(বিসিবিএল) এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ব্যবস্থা আইএমই এর মাধ্যমে অর্থ স্থানান্তরের লক্ষ্যে বৃহস্পতিবার(২১ মে’২০১৫) বিসিবিএলের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সই হয়।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম হাফিজ আহমেদ এবং বিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাদেক মো. সোহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।



এনসিসি ব্যাংকের পক্ষে আখতার হানিফ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও এ বি এম জসিম উদ্দিন আহমেদ, রেমিট্যান্স ও এনআরবি সার্ভিস ডিভিশন প্রধান এবং বিসিবিএল’র পক্ষে কাজী এ এস এম আনিসুল কবির, উপব্যবস্থাপনা পরিচালক ও এস এম জাহাঙ্গীর আখতার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আইএমইয়ের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।