লালমনিরহাট: চরাঞ্চলে সবুজ বিপ্লব ঘটানোর লক্ষ্যে লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলের নারী উৎপাদক দলের মধ্যে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরন করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩মে) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আইরিশ এইড ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় স্থানীয় এনজিও ওন ভিলেজ অ্যাডভান্সমেন্টের (ওভা) সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক নিদেশ কুমার নন্দী। এছাড়া ওভার নির্বাহী পরিচালক সুজিত কুমার ঘোষ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের প্রধান সমন্বয়ক মাহমুদুন্নবী খান, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, ওভার নদী ও জীবন প্রকল্পের ব্যবস্থাপক ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে আদিতমারী ও কালীগঞ্জ দুই উপজেলার দুর্গম চরাঞ্চলের ১২টি নারী উৎপাদক দলের মধ্যে কৃষি উপকরণ হিসেবে ১২টি স্যালো মেশিন, ১২টি স্প্রে মেশিন ও ১৬টি টিউবওয়েল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসআর