ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাহিন্দ্রা কমভিভার মোবিলিটি কানেক্ট ফোরাম শুরু সোমবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
মাহিন্দ্রা কমভিভার মোবিলিটি কানেক্ট ফোরাম শুরু সোমবার

ঢাকা: মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের জীবন যাত্রায় মোবিলিটি সলিউশন কীভাবে পরিবর্তন আনতে পারে, তা দেখাতে ‘মোবিলিটি কানেক্ট ফোরাম’র আয়োজন করবে মোবিলিটি সলিউশনস প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা।

রাজধানী ঢাকার একটি হোটেলে দু’দিনব্যাপী এ ফোরাম সোমবার (২৫ মে) শুরু হবে।



শনিবার (২৩ মে) আয়োজক পক্ষ থেকে ফোরামের বিষয়টি জানানো হয়।

ফোরামের উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাসহ টেলিকম অপারেটর, রেগুলেটর ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এতে মোবিলিটি সলিউশনের মাধ্যমে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল ফোনের গ্রাহক ও ব্যাংকের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ও উদ্ভাবনী পরিষেবা সম্পর্কে জানানো এবং ইতোমধ্যে দেওয়া সেবাগুলো তুলে ধরা হবে।

এছাড়া মোবাইল মানি ও পেমেন্ট, কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাডভারটাইজিং, ডাটা এবং এন্টারপ্রাইজ মোবিলিটি সংক্রান্ত সলিউশনসও দেখানো হবে।

মাহিন্দ্রা কমবিভার কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন এ বিষয়ে বলেন, মাহিন্দ্রা কমবিভার স্ট্র্যাটেজির মৌলিক দিক হলো উদ্ভাবন। আমরা সবসময় গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে সার্ভিস সরবরাহকারীদের জন্য প্রথমবারের মতো মোবিলিটি কানেক্ট ফোরাম করতে পারায় আমরা অনেক আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।