ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগে কেনা সঞ্চয়পত্রের মুনাফা কমবে না

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আগে কেনা সঞ্চয়পত্রের মুনাফা কমবে না

ঢাকা: জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এর বিদ্যমান সুদের হার পুনর্নির্ধারণ করেছে সরকার।

তবে প্রজ্ঞাপন জারির তারিখের পূর্বে ক্রয়কৃত সকল সঞ্চয় স্কিমসমূহের ক্ষেত্রে ক্রয়কালীন সময়ের বিদ্যমান হারে মুনাফা প্রযোজ্য হবে।



অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শনিবার(২৩ মে, ২০১৫)এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিবার সঞ্চয়পত্র(৫ বছর মেয়াদি) এর সুদের হার বিদ্যমান ১৩.৪৫% থেকে কমিয়ে ১১.৫২%; পেনশনার সঞ্চয়পত্র(৫ বছর মেয়াদি) ১৩.১৯% থেকে কমিয়ে ১১.৭৬%; ডাকঘর সঞ্চয়পত্র(৩ বছর মেয়াদি) ১৩.২৪% থেকে কমিয়ে ১১.২৮%; বাংলাদেশ সঞ্চয়পত্র ১৩.১৯% থেকে কমিয়ে ১১.২৮% এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র(৩ বছর মেয়াদি) ১২.৫৯% থেকে কমিয়ে ১১.০৪% পুনর্নির্ধারণ করা হয়েছে।

হিসাবের সুবিধার্থে মাসিক/৩ মাস/৩ বছর (মেয়াদান্তে)/৫ বছর (মেয়াদান্তে) মেয়াদি স্কিমের মুনাফার পরিমাণ ৫ গুণিতক সংখ্যায় নির্ধারণ হবে।

ডাকঘর সঞ্চয়পত্র ব্যাংক(সাধারণ হিসাব) স্কিমের সুদের হার বর্তমানে কম থাকায় এবং ওয়েজ আর্নারদের দেশে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য ৫ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সমন্বয়পূর্বক বর্তমান সুদের হারের সমান যথাক্রমে ৭.৫% এবং ১২% নির্ধারণ করা হয়েছে।

সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তৃক ইস্যুকৃত কর্তনের বিধান বহাল এবং সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম দেওয়ার বর্তমান বিধান বিলুপ্ত করা হয়েছে।

জারিকৃত এই আদেশ প্রজ্ঞাপন প্রকাশের তারিখ হতে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।