ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টার্গেট রমজান মাস

কেজিতে ছোলা-ডালের দাম বেড়েছে ১০ টাকা

আবু খালিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
কেজিতে ছোলা-ডালের দাম বেড়েছে ১০ টাকা

ঢাকা: আর কয়েকদিন পরই শুরু হচ্ছে সিয়াম-সাধনার মাস রমজান। আর এ মাসকে ঘিরে ছোলা ও ডালের চাহিদা বাড়ছে।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর দামও। গত পাঁচদিনের ব্যবধানে বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।
 
সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, গত মঙ্গলবারে অর্থাৎ ১৯ মে কেজিপ্রতি ছোলা ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু সোমবারে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর মসুরের ডাল মঙ্গলবারে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১০৫ থেকে ১১০ টাকায়। সোমবারে যা দাঁড়িয়েছে ১১০ থেকে ১২০ টাকায়।
 
রাজধানীর মহাখালী কাঁচাবাজারের ডাল বিক্রেতা জয়নাল বাংলানিউজকে জানান, রমজান মাস শুরু হওয়ার আগেই ক্রেতারা বাজার করে থাকেন। আর রমজান মাসে ছোলা ও ডালের চাহিদা বেশি হওয়ার কারণেই গত পাঁচ দিন হলো দাম বেড়েছে।
 
হঠা‍ৎ করেই এ পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে ক্রেতাদেরও একই মত। মিরপুর ১ নম্বর কাঁচাবাজার থেকে ১২০ টাকা দরে মসুরের ডাল কিনছিলেন শামীম খান। বেসরকারি এ চাকরিজীবি জানান, রমজান মাস শুরু হতে আরও অনেক বাকি। কিন্তু এখনই সিন্ডিকেট শুরু হয়েছে। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
 
সোমবার মশুরের ডাল (দেশি ও বিদেশি উন্নত) বিক্রি হয়েছে ১১৮ থেকে ১২৫ টাকা, (পাঁচ দিন আগে ছিল ১১০ থেকে ১১৫ টাকা), দেশি (সাধারণ) ১১০ থেকে ১১৫ টাকা, (পাঁচ দিন আগে ছিল ১০৫ থেকে ১১০ টাকা), মুগ (সরু) ১১০ থেকে ১২০ টাকা (পাঁচ দিন আগে ছিল ১০৪ থেকে ১১২ টাকা), মোটা ৯০ থেকে ৯৫ টাকা (পাঁচ দিন আগে ছিল ৮৫ থেকে ৯০ টাকা)। ছোলা বিদেশি (আস্ত) ৬৮ থেকে ৭৫ টাকা (পাঁচ দিন আগে ছিল ৫৮ থেকে ৬৫ টাকা), খেসারীর ডাল ৫০ থেকে ৫২ টাকা (পাঁচ দিন আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা), ছোলা (কলাই) ৬০ থেকে ৬৫ টাকা (পাঁচ দিন আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা)।
 
এদিকে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরে দেখা যায়, চাল কেজিপ্রতি (নাজিরশাইল সরু) ৪৬ থেকে ৫২ টাকা, মিনিকেট (নতুন ও পুরাতন) ৪০ থেকে ৪৮ টাকা, মাঝারি (পারিজা, হাসকি, বি আর ২৮) ৩৪ থেকে ৩৮ টাকা, মোটা (গুটি, স্বর্ণা) ৩০ থেকে ৩৩ টাকা, সুগন্ধী (কালিজিরা, চিনিগুড়া) ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মসলার বাজার: কেজিপ্রতি পেঁয়াজ (দেশি) ৪৪ থেকে ৪৬ টাকা, আমদানি করা ৩৮ থেকে ৪০ টাকা, রসুন (দেশি) ৭০ থেকে ৮০ টাকা, আমদানি করা ৯০ থেকে ১০০ টাকা, শুকনো মরিচ (আমদানি করা) ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি ১৩০ থেকে ১৫০ টাকা, আদা (আমদানি করা চায়না) ১৩০ থেকে ১৪০ টাকা, আমদানি করা ভারত ১৬০ থেকে ১৭০ টাকা, হলুদ (দেশি) ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাংস: কেজিপ্রতি গরুর মাংস ৩৫০ থেকে ৩৭০ টাকা, খাসি ৫০০ থেকে ৫২০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা, কক ও সোনালী ২৫০ থেকে ২৮০ টাকা, ফার্ম ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর মুরগির ডিম (দেশি) ৪টি করে ৪২ থেকে ৪৫ টাকা, ফার্ম (লাল) ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
 
সবজি: কেজিপ্রতি আলু (সাদা) ১৬ থেকে ১৮ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, শশা ২০ থেকে ২৫ টাকা, বরবটি ২৫ থেকে ৩০ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাছের বাজার: রুই মাছ (এক থেকে দুই কেজি) ১৮০ থেকে ২৮০ টাকা, কাতল (দেশি) দেড় থেকে তিন কেজি ১৮০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাস চাষ করা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
একে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।