ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলপি গ্যাসের বহরে বিএম এলপিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এলপি গ্যাসের বহরে বিএম এলপিজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের বহরে যুক্ত হচ্ছে আরও একটি নাম ‘বিএম এলপি গ্যাস’। ৩০ মে বাজারজাত শুরু হবে বলে জানিয়েছেন বিএম এনার্জি(বিডি)লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান।



বুধবার (২৭ মে’২০১৫) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ও নেদারল্যান্ডের দু’টি কোম্পানি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হয়েছে নতুন এই কোম্পানি।
 
চট্টগ্রামের বাড়বকুন্ডে স্থাপন করা হয়েছে বটলিং প্লান্ট। যেখানে রয়েছে ৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টোরেজ ট্যাংক। যা পরবর্তীতে ৯ হাজার মেট্রিক টনে উন্নীত করা হবে। দৈনিক ১২’শ সিলিন্ডার সরবরাহের সক্ষমতা রয়েছে কোম্পানিটির।
 
বিএম এলপিজির রয়েছে নিজস্ব জেটি। যেখানে ৫ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন এলপিজি বহনকারী জাহাজ ভিড়তে পারবে। জেটি থেকে ২ কিলোমিটার দূরে পাইপ লাইনের মাধ্যমে এলপি গ্যাস যাবে স্টোরেজ ট্যাংকে। সেখানে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হবে।
 
ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আঞ্চলিক ডিস্ট্রিবিউশন সেন্টার, জেলা ও উপজেলা পর্যায়ে রয়েছে বিক্রয় প্রতিনিধি। ১২, ৩৩ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডার পাওয়া যাবে বলে জানিয়েছেন কোম্পানিটির মহাব্যবস্থাপক ফিরোজ আহমেদ।
 
সিঙ্গাপুর থেকে আসবে এলপি গ্যাস। কঠোরভাবে পণ্যের মান নিয়ন্ত্রণ করা হবে। সাশ্রয়ীমুল্যে সরবরাহের কথা জানান তিনি।
 
আগামী ৩০ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা করবে বলে জানান ফিরোজ আহমেদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানি চেয়ারম্যান বার্ট প্রঙ্ক।
 
বর্তমানে দেশে বসুন্ধরা গ্রুপের বিজি এলপি গ্যাস, টোটাল গ্যাস, যমুনা এলপি গ্যাস, ক্লিনহিট গ্যাস। সম্প্রতি যুক্ত হয়েছে ওসিএল। সর্বশেষ যুক্ত হচ্ছে বিএম এলপিজি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসআই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।