ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবুল কাসেম রাকাব’র নতুন মহাব্যবস্থাপক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
আবুল কাসেম রাকাব’র নতুন মহাব্যবস্থাপক আবুল কাসেম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক হিসেবে আবুল কাসেম যোগদান করেছেন।

বুধবার (২৭ মে) বিকেলে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবদুল্লাহ সালাহ্ উদ্দিন গাজী নতুন মহাব্যবস্থাপক হিসেবে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।



সালাহ্ উদ্দিন জানান, এর আগে আবুল কাসেম খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে রাকাব’র বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঊর্ধ্বতন অনুষদ সদস্য, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব  পালন করেছেন। ২০১১ সালে তিনি উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংকে যোগ দেন।

আবুল কাসেম ১৯৫৭ সালে চাঁপাইনবাবগঞ্জের চর বালিয়াঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে তিনি এমএজি ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।