ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রামে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৫
কুড়িগ্রামে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



কাস্টমসের সহকারী কমিশনার শাকিল খন্দকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার মুজিবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল প্রমুখ।

বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস যুগ্ম কমিশনার একেএম নুরুল হুদা আজাদ। এতে কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন ব্যবসায় জড়িত ৩ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৭ , ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।