কুড়িগ্রাম: কুড়িগ্রামে মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কাস্টমসের সহকারী কমিশনার শাকিল খন্দকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার মুজিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল প্রমুখ।
বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস যুগ্ম কমিশনার একেএম নুরুল হুদা আজাদ। এতে কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন ব্যবসায় জড়িত ৩ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৭ , ২০১৫
এসএইচ