ঢাকা: বাংলাদেশে সর্বপ্রথম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা চালুকারী দেশীয় ন্যাশনাল ব্যাংক এবার মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড সেবা চালু করেছে।
বুধবার (২৭ মে) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী।
তিনি বলেন, এখনো দেশের ৮৫ ভাগ লেনদেন হয় নগদে। তবে এ পরিস্থিতি দ্রুত পাল্টাছে। সাম্প্রতিক সময়ে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তথ্য-প্রযুক্তির মাধ্যমে জাল-জালিয়াতি বাড়ছে। ব্যাকগুলোকে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একইসঙ্গে ক্রেডিট কার্ডে সাধারণত সুদহার বেশি থাকে সেটি আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক রন হক সিকদার। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গিতাংক দত্ত, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক মাহবুবুর রহমান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ও আব্দুল হামিদ মিয়া, ডিএমডি সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্, কার্ড ডিভিশনের প্রধান ও ইভিপি মো. মাহফুজুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ন্যাশনাল ব্যাংকের নতুন এই মাস্টারকার্ড প্লাটিনাম কার্ড গ্রাহকদের জন্য সুবিধা হিসেবে থাকছে ঢাকা রিজেন্সির গ্রান্ডিওজ রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে একজনের সঙ্গে একজনের ফ্রি অফার, রূপসী বাংলা হোটেলের ফ্রি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ যাত্রীসেবা সুবিধা (সর্বোচ্চ তিন জন), ঢাকার ইউনাইটেড হাসপাতালে ফ্রি কর্পোরেট হেলথ চেক আপ, দেশের প্রধান ২৫০টি মার্চেন্ট আউটলেটে ডিসকাউন্ট অফার, আজীবন ফ্রি কার্ড এবং ৬০০টিরও বেশি আউটলেটে বিশেষ ছাড় এবং বিশ্বজুড়ে মাস্টারকার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেলগুলোতে ফ্রি থাকার সুবিধা।
ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার বলেন, প্লাটিনাম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এ কার্ডের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা হাতের মুঠোয় সর্বোত্তম বিশ্বমানের সেবা পাবেন। ব্যাংক নতুন সেবার অফার এবং মান নিয়ে রোমাঞ্চিত যা আমাদের ক্রমবর্ধমান পোর্টফোলিওর ধারাবাহিকতা।
সভাপতির বক্তব্যে এমডি শামসুল হুদা খাঁন দেশের প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবায় ন্যাশনাল ব্যাংকের ভূমিকা রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের বিশ্বমানের হাইটেক সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। যার মাধ্যমে অদূর ভবিষ্যতে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে নগদ-অর্থবিহীন লেনদেন করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসই/এসআর